শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং

সাঁথিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং

জালাল উদ্দিন সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ ‘আশ্রয়নের অধিকার ,শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ও সাঁথিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২১মার্চ) প্রেস ব্রিফিং করা হয়েছে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংএ বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. মনিরুজ্জামান,সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,বীরমুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার,কাশিনাথপুর ইউপি চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী,সাংবাদিক খালেকুজ্জামান পান্নু,নজরুল ইসলাম বাধন,কামরুল ইসলাম,শামসুল হক প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন প্রেস ব্রিফিংএ জানান,সাঁথিয়ায় ১ম পর্যায়ে ৩৭২টি, ২য় পর্যায়ে ৫০টি, ৩য় পর্যায়ে ১৩০টি এবং ৪র্থ পর্যায়ে ১৪২টিসহ সর্বমোট ৬৯৪ টি পরিবারকে গৃহ ও ভূমি হস্তান্তরের মাধ্যমে সাঁথিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS