শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নিজ নিজ ধর্ম পালন প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় অধিকার  —- সাঁথিয়ায় ডেপুটি স্পিকার

নিজ নিজ ধর্ম পালন প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় অধিকার —- সাঁথিয়ায় ডেপুটি স্পিকার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, নিজ নিজ ধর্ম পালন প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় অধিকার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ধর্ম,শ্রেণি পেশার মানুষ স্বাধীন ভাবে উৎসব মুখর পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছে। মাঝে মধ্যে কতিপয় সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে বিশৃ্খংলা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। জন বিরোধী সাম্পদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিকে সমাজ থেকে নির্বাসিত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু সারা জীবন অসাম্প্রদায়িক আদর্শ লালন করতেন। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুদৃঢ় করতে হবে। সামনে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কেউ যেন বিঘœ ঘটাতে না পারে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সোমবার দুপুরে পাবনার সাঁথিয়ায় সামাজিক সম্প্রীতি পরিষদ আয়োজিত এক সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় সাঁথিয়া সামাজিক সম্প্রীতি পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাসান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া পূজা উদযাপন কমিটির সম্পাদক সুশীল কুমার দাস প্রমুখ। এর আগে প্রধান অতিথি শারদীয় দুুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS