শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে রেল লাইনের পাশে থাকা এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

ফুলবাড়ীতে রেল লাইনের পাশে থাকা এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে রেল লাইনের পাশে থেকে এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার। গত বৃস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টায় রেলক্রোসিং সংলগ্ন রেল লাইনের পাশে থেকে সিফাত আহম্মেদ শিশির(১৮) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পার্বতীপুর জিআরপি পুলিশ।

নিহত সিফাত আহম্মেদ শিশির উপজেলার কাজিহাল ইউনিয়নের আঁখিঘটনা পুখুরিহাট গ্রামের মোঃ আব্দুল খালেকের একমাত্র পুত্র। সে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র ।

সিফাতের নিকট আত্মীয়রা বলছেন গত কয়েকদিন আগে পাশের গ্রামে বিনাইল বাকুড়া গ্রামের কিছু ছেলের সাথে সিফাতের ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে তা মারামারিতে রুপ নেয় রাতেই তাদের বিবাদকে কেন্দ্র করে বিচার হওয়ার কথা কিন্তু হঠাৎ শুনলাম সিফাত রেলে কাটা পড়ে আত্মহত্যা করেছে। আমরা বিষয়টি বিশ^াস করতে পারছিনা আমরা ধারনা পুর্বের মারামারিকে কেন্দ্র করে তাকে হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হয়েছে।

পার্বতীপুর জিআরপি পুলিশের এসআই মোঃ সাজিদ বলেন,আমরা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে আসি এবং মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের সিন্ধান্ত নেই । ময়না দতন্তের পর জানা যাবে হত্যার রহস্য।

৯১ বার ভিউ হয়েছে
0Shares