বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
অসুস্থ ইকবাল আহমদ দেখতে ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নেতৃবৃন্দ

অসুস্থ ইকবাল আহমদ দেখতে ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নেতৃবৃন্দ

ডেস্ক: হঠাৎ করে গুরুতর অসুস্থ সিলেট জেলা (সিএনজি অটোরিকশা) শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটি’র সদস্য ইকবাল আহমেদকে দেখতে হাসপাতালে গেছেন ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য ও শিক্ষকবৃন্দ।

বুধবার(১৫ মার্চ) বাদ আসর সিলেট নগরীর ইবনেসিনা হাসপাতালে ইকবাল আহমদকে দেখতে যান প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ, গভর্নিং বডির সদস্য নাজিম উদ্দীন, সিনিয়র শিক্ষক ওলিউর রহমান ও সাংবাদিক আজিজ খান।

এসময় তারা অসুস্থ ইকবাল আহমদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। তাহার আশু রোগমুক্তি কামনা করেন।

জানাযায়, গত ১১ মার্চ রাতে হঠাৎ করে শারীরিক অবস্থা একটু খারাপ হলে পরের দিন ১২ মার্চ রবিবার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। তিনি লিভারজনিত রোগে আক্রান্ত। ইবনে সিনা হাসপাতালে চতুর্থ তলায় ৪০৩ নং কেবিনে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার ডাঃ মোঃ অলিউর রহমানের তত্বাবধানে আছেন।

ইকবাল আহমদ সকলের কাছে দোয়া কামনা করছেন।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares