শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিলেটে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাফিজুল ইসলাম লস্করঃ সিলেটের মোগলাবাজারে আজ বুধবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে।নিহত যুবকের নাম দুলাল চৌধুরী (২২) এবং আহত ব্যক্তির নাম আব্দুল আউয়াল চৌধুরী (৪৬)। তিনি মোগলাবাজার থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত। খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই আরোহীদের ১ জন দুলাল চৌধুরী নিহত হোন। আহত হয়েছেন তার বড় ভাই মোগলাবাজার থানা পুলিশের সদস্য আব্দুল আউয়াল চৌধুরী।
মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর (এসআই) অর্জুন চৌধুরী জানান, সকালে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন দুই ভাই। এমন সময় দ্রুতগতির একটি ট্রাক বেপরোয়া গতি নিয়ন্ত্রণে না আনতে পেরে সরাসরি ধাক্কা দেয় মোটরসাইকেলে। আহত পুলিশ সদস্যের অবস্থা তেমন গুরুতর নয়। তিনি বাসায় আছেন। এ দুর্ঘটনার তদন্ত চলছে।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS