শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিলেটের বিঃবাজার মহাসড়কে গাড়ী চাপায় মহিলা নিহত

সিলেটের বিঃবাজার মহাসড়কে গাড়ী চাপায় মহিলা নিহত

সিলেট প্রতিনিধিঃ সিলেট-বিয়ানীবাজার মহাসড়কের মেওয়া মাদ্রাসা প্রাঙ্গনে কার চাপায় এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। বুধবার (০৫ অক্টোবর ২২) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেওয়া এলাকার কাসিমুল মাদ্রাসা সামনে সিলেটগামী প্রাইভেট কার পথচারী মহিলাকে ধাক্কা দিলে তিনি পাশে খাদে পড়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুজি শেষে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।
সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক ও এক যাত্রি আহত হয়েছেন। কারে থাকা অপর যাত্রি দুর্ঘটনার পর পরই পালিয়ে যান। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হচ্ছেন উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি এলাকার ছমির উদ্দিনের পুত্র ইমরুল হোসেন (৩৫) এবং একই ইউনিয়নের কাজপুর এলাকার মঈন উদ্দিনের পুত্র আব্দুর রহমান (২৮)।
নিহত মহিলার নাম মিলন বেগম (৫০)। তিনি উপজেলার দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী। নিহত মহিলার ৪ মেয়ে ও ১ পুত্র
বিয়ানীবাজার থানা পুলিশের এসআই আবির ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করেছেন।
৩৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS