বগুড়ায় র্যাবের অভিযানে ১৪৫ বোতল ফেন্সিডিল ও ০৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।।
মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়ায় র্যাবের অভিযানে ১৪৫ বোতল ফেন্সিডিল ও ০৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় দুইজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ অক্টোবর ২০২৪ তারিখ বিকালে বগুড়া র্যাবের আভিযানিক দল বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন রহবল সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১। ড্রাইভার মোঃ রাশেদ মোল্লা(৪৫), পিতা-গোলাম মাওলা মোল্লা, সাং-বটতৈল, (চারমাইল), থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া ও ২। মোঃ নয়ন মিয়া(২৭), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-খাতাপাড়া মাজার, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা এবং তাদের নিকট থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১৪৫ বোতল ফেন্সিডিল ও ০৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।