শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন

সাঁথিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সাঁথিয়া উপজেলা প্রশাসন,সাঁথিয়া পৌরসভা,আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,সাঁথিয়া প্রেসক্লাব, সরকারি বিভিন্ন দপ্তর,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্ত মঞ্চ স্বাধীনতা সোপান প্রাঙ্গনে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক শফিকুল ইসলাম রিপনের সঞ্চলানায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন,সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মো.মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার,সাঁথিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরওয়ার। এদিন উপজেলা আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

৩৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS