শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়া হানাদার মুক্ত দিবস পালন

সাঁথিয়া হানাদার মুক্ত দিবস পালন

সাঁথিয়া (পাবনা ) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যদায় পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার ( ৯ ডিসেম্বর) সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,আনন্দ র‌্যালি,আলোচনা সভা,মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা সোপান মুক্ত মঞ্চে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কমান্ডার মাসুদ হোসেনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লেলিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়াম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,বেড়া পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন,সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খাঁন, সাধারণ সম্পাদক তপন হায়দার সান,সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা,যুগ্ম সম্পাদক শেখ নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,জেলা কমিটির সভাপতি লুৎফুল বারী,সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রিন্স। আরো বক্তব্য দেন,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক নান্নু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি রশিদুন্নবী রাজ, পৌর কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মঞ্জরুল হক রঞ্জন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা,যুবলীগের সভাপতি আশরাজ্জামান টুটুল,সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিলসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS