বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আটোয়ারীতে জাতীয় বীমা দিবস উদযাপন

আটোয়ারীতে জাতীয় বীমা দিবস উদযাপন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার (০১ মার্চ) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পনী লি:, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ সহ বিভিন্ন বীমা কোম্পানীর অংশ গ্রহণে র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে পৃথক পৃথক ব্যানার সহ একটি র‌্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।
প্রতিপাদ্য বিষয় সহ বীমার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর এজিএম এবং আটোয়ারী ও টুনির হাট অঞ্চলের ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর এজিএম এবং আটোয়ারী উপজেলা শাখার ইনচার্জ আব্দুল্যাহেল বাকী, আটোয়ারী শাখার ব্যাঞ্চ অফিসার মকছেদুর রহমান প্রমুখ।
এসময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানস কুমার রায়, বিআরডিবি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, বীমা গ্রাহক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৭৭ বার ভিউ হয়েছে
0Shares