মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আক্কেলপুরে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী

আক্কেলপুরে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ  ২৫ ফেব্রæয়ারী/২০২৩ জয়পুরহাটের আক্কেলপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় প্রদর্শনীটি অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। এ সময় বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম। প্রদর্শনীতে ৩২টি স্টলে উন্নত জাতের বিভিন্ন প্রাণি ও যন্ত্রাংশের ব্যবহার প্রদর্শিত হয়।

৪৬ বার ভিউ হয়েছে
0Shares