বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

রনি আকন্দ স্টাফ-রিপোর্টারঃ জয়পুরহাটের কালাইয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক শান্ত (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের উপজেলার হাজিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। আহত মোটরসাইকেল চালক জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে শান্ত ।

স্থানীয় সূত্রে যানাযায়, ওই বৃদ্ধ গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে যান। এ সময় জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের হাজিপাড়া মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় জয়পুরহাট থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেল ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধের মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক শান্ত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS