শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দ্রব্যমূল্যের উর্ধগতি, পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতীস্বত্তা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিলসহ ৪ দফা দাবীতে বিক্ষোভ মিছিল

দ্রব্যমূল্যের উর্ধগতি, পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতীস্বত্তা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিলসহ ৪ দফা দাবীতে বিক্ষোভ মিছিল

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের উর্ধগতি, পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতীস্বত্তা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিলসহ ৪ দফা দাবীতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা কমিটির উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে তিন টায়  এ বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিলটি ঢাকা মোড়স্থ কার্যালয় হতে বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্বতীপুর শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ আনসারী, সংগঠনের যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান পাইকারসহ অনেকে। অংশগ্রহনকারী শতাধিক নেতাকর্মীদের মোনাজাতের মাধ্যমে  বিক্ষোভের সমাপ্তি ঘটে।

৫১ বার ভিউ হয়েছে
0Shares