শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নেত্রকোণায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোণা : আলোক প্রজ্জ্বলন, শহীদ বেদীতে ফুল নিবেদনের মাধ্যমে মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা আর ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোণায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন।

পরে একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার ফয়েজ আহমেদের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজলের নেতৃত্বে জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মানিকের নেতৃত্বে উপজেলা পরিষদ, পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌর পরিষদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিবি লিটনের নেতৃত্বে আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা সেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বে বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাতী দল, ছাত্রদল, জেলা প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

এছাড়াও অমর একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS