বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

ধামইরহাটে ৭টি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা

ধামইরহাটে ৭টি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে বিএনপির ইউনিয়ন সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। উপজেলা বিএনপির সম্মেলন দ্রুততার সঙ্গে সমাপ্ত করার লক্ষে ১৯ মে মঙ্গলবার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত মো. এমদাদুল হক মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭টি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়। এতে আগামী ২৬ থেকে ২৯ মে ইসবপুর, আড়ানগর, উমার ও আলমপুর ইউনিয়নে, ৩১ মে ধামইরহাট ইউনিয়ন, ১লা জুন জাহানপুর এবং ২রা জুন খেলনা ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। নির্ধারিত তারিখে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পযন্ত সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছে।

উপজেলা বিএনপির অন্যতম নেতা আলহাজ্ব মো. হানজালা বলেন, ‘ধামইরহাট উপজেলা বিএনপির পরিক্ষিত নেতা কে এম নায়েক আলীকে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে, দীর্ঘিদিন ধরে বহুল প্রতিক্ষিত ইউনিয়ন বিএনপির সম্মেলন হতে যাচ্ছে, এতে করে নেতা-কর্মীরা উজ্জিবিত, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিতে পরিক্ষিত ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা হবে, এবং সকল ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষ হলেই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ধামইরহাট উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।’

১৪৫ বার ভিউ হয়েছে
0Shares