শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

পঞ্চগড় : ‘‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’’ এই স্লোগানে পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮আগস্ট) দুপুরে জেলা প্রশাসন ও বণ বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র‌্যালী শেষে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম।
এসময় জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বসিরুল আল মামুন,পঞ্চগড় বনবিভাগের কর্মকর্তা সোহেল রানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সরকারী অডিটোরিয়ামের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares