শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরের রাধাকান্তপুরে অবকাঠামো উন্নয়ন পরিদর্শন ও গনসংযোগ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুরের রাধাকান্তপুরে অবকাঠামো উন্নয়ন পরিদর্শন ও গনসংযোগ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের অবকাঠামো উন্নয়ন পরিদর্শন ও গনসংযোগ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
শুক্রবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বাংলাদেশ সরকারের সাফল্য ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা জনগণের কাছে পৌঁছে দিতে তার নির্বাচনী এলাকার রাধাকান্তপুর গ্রাম অবকাঠামো উন্নয়নের জন্য পায়ে হেঁটে রাধাকান্তপুর গ্রাম ঘুরে দেখেন এবং সাধারন জনগনের সাথে কথা বলেন। এ সময় গ্রামের রাস্তাঘাট, ঘরবাড়িসহ বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন তিনি। গনসংযোগকালে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজামান,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসেম আলী,শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

৬৬ বার ভিউ হয়েছে
0Shares