বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

পরকীয়ায় ব্যর্থ হয়ে প্রেমিকার নগ্ন ভিডিও ভাইরাল : প্রেমিক আওয়ামীলীগ নেতা গ্রেফতার 

পরকীয়ায় ব্যর্থ হয়ে প্রেমিকার নগ্ন ভিডিও ভাইরাল : প্রেমিক আওয়ামীলীগ নেতা গ্রেফতার 
নাটোর প্রতিনিধি  :  নাটোরের লালপুরে পরকীয়া প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অভিযোগে প্রেমিক আওয়ামীলীগ নেতা ও নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি সাফিউদ্দোলা শাফিকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১০ মে  দিবাগত রাতে উপজেলার দূড়দুড়িয়া গ্রামে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। শফিউদৌলা একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। এছাড়া তিনি নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু ক্রয় কেন্দ্র ব্যবস্থাপক (সিআইসি) পদে কর্মরত রয়েছেন।
জানা যায় , শফিউদ্দৌলা ওরফে শাফি ও তার সহকর্মী (সিআইপি লাবনী সুলতানা ) ওই মিলের মাধবপুর সেন্টারে কর্মরত থাকাকালে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এসময় সহকর্মীরা নিষেধ করলেও তারা তাদের অপকর্ম চালিয়ে যান। এরমধ্যে প্রেমিক শাফির সহায়তায় সিআইসি পদটি বাগিয়ে নেন ওই নারী। সিআইসি পদ পাওয়ার পর থেকে সে শাফির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে থাকে। বিষয়টি বুঝতে পেরে শাফি এনিয়ে কথা বলতে চাইলে সে এড়িয়ে যেতে থাকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে উপজেলার গোপালপুরের ভাড়া বাড়ীতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে রাখে শাফি। বিষয়টি জানতে পেরে সে সময় বিষয়টি মীমাংসা করা হয়। পরে গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করা হয়। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। টাকা না দেওয়ায় শুক্রবার ৯ মে সন্ধ্যার দিকে ময়না মনি নামে ফেসবুক আইডি থেকে অশ্লীল ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়।
 লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, রাতে ভুক্তভোগী নারী লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এঘটনায় রাতেই অভিযান চালিয়ে শফিউদৌলা নামে একজনকে গ্রেপ্তার করে নাটোর আদালতে পাঠানো হয়েছে।
১৮ বার ভিউ হয়েছে
0Shares