শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহের আমজাদ,মেহেরপুর ; মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে।

 গ্রেফতারকৃত আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের খেজুমদ্দিনের ছেলে। গত রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে দক্ষিণ শালিকা গ্রামের গোরস্থান পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস.আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এস.আই বিশ্বজিৎ সরকার,এস.আই মাহাতাব উদ্দিন ও এ.এস.আই হেলাল উদ্দীন সহ ডিবি পুলিশের একটি দল অভিযানে অংশ নেন। ডিবি পুলিশের এস.আই অজয় কুমার কুন্ডু জানান, একদল মাদক কারবারী মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার অপর আসামী একই গ্রামের সাহাŸুদ্দিনের ছেলে মিঠু মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা একটি মামলা হয়েছে ।

১০৯ বার ভিউ হয়েছে
0Shares