শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে ইউপি সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে ইউপি সদস্য গ্রেপ্তার

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহীর চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চেক প্রতারনা মামলার পলাতক আসামী সোহেলকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অফিসার ইনচার্জ এর দিক নিদের্শনায় এসআই সুজন, এসআই আজিজুল, এএসআই আব্দুল জলিল,মামুন-২ ও সঙ্গীয় ফোর্স নিয়ে নিমপাড়া ইউনিয়নের কামিনী গঙ্গারামপুর ইমরান আলীর ছেলে সোহেল রানাকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। তিনি ৮ মাস ধরে বিভিন্ন এলাকায় আত্নগোপন করে ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে বারটায় নিজ বাসাতে গ্রেফতার হয়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালানো অবস্থায় তাকে আটক করা হয়। আটককৃত হলেন উপজেলার নিমপাড়া ইউনিয়নের ৪নং ওর্য়াড ইউপি সদস্য ইমরান আলীর ছেলে সোহেল রানা (৩২)।

ঘটনার বিষয়ে নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চেক প্রতারনা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ৪নং ওর্য়াড ইউপি সদস্য সোহেল রানাকে গ্রেপ্তার করে।

এ বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, সাজাপ্রাপ্ত এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড। সিআর-১৭৮/১৯ মামলার পলাতক আসামী সোহেলকে গ্রেপ্তার করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares