বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণায় ব্যবসায়ীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোণায় ব্যবসায়ীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

এ কে  এম  আব্দুল্লাহ,  নেত্রকোণা ; নেত্রকোণায় শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।

আজ সকালে জেলা সমাজসেবা কার্যালয়ে প্রদান অতিথি হিসেবে ২৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ৮০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন সহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS