শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে পৌর এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে পৌর এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় : পঞ্চগড় পৌর এলাকার দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের ৫‘শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে পৌরসভা কার্যালয় চত্বরে পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকার পাঁচ‘শ শীতার্তকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীত নিবারণের জন্য অসহায় মানুষকে এই শীতবস্ত্র তুলে দেন পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন।
মেয়র জাকিয়া খাতুন জানান শীতের তীব্রতা বাড়ায় পৌর এলাকায় অনেক অসহায় মানুষ কষ্টে রাত কাটাচ্ছিলেন। প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্র না থাকায় অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে করেন। প্রধানমন্ত্রীর এই উপহার দরিদ্র অসহায় মানুষকে এই তীব্র শীতে উষ্ণতা এনে দেবে।
এসময় পৌরসভার ৯ টি ওয়ার্ড কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

৪০ বার ভিউ হয়েছে
0Shares