রবিবার- ২৩শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৯ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলে জমি-জমার বিরোধে মারপিটে আহত-৪

বিরলে জমি-জমার বিরোধে মারপিটে আহত-৪

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ; বিরলে জমি-জমার বিরোধে মারপিটে আহত হয়েছে ২ নারীসহ ৪ জন। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগে জানায়, শুক্রবার বিকাল আনুমানিক ৫ টার সময় বিবাদী পৌরশহরের ব্রহ্মপুর এলাকার মৃত করিম বকস এর ছেলে ইসমাইল হোসেন, পাইকপাড়ার মৃত হবিববর রহমান এর ছেলে আবদুল মালেক, ব্রহ্মপুরের মৃত আবদুল মজিদ এর ছেলে লতিফুর রহমান, পাইকপাড়ার ইসমাইল হোসেন এর ছেলে বাবু আলী ও সাদ্দাম হোসেন, আব্দুল মালেক এর স্ত্রী লিপি বেগমসহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন দলবদ্ধ হয়ে ব্রহ্মপুর গ্রামের মোবারক আলী এর ছেলে হামিদুর রহমান (৪৫) এর ভোগদখলীয় জমি জবর দখল করার উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করে। এ সময় হামিদুর রহমান বাঁধা প্রদান করতে গেলে প্রতিপক্ষগণ ক্ষিপ্ত হয়ে হামিদুর রহমান এর ছেলে ভিকটিম নাজমুল ইসলাম (২৮)কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এ সময় হামিদুর রহমান এর স্ত্রী নারগিস বেগম (৪০) এগিয়ে এলে তাকেও ধাক্কাধাক্কি করে পড়নের কাপর ধরে টানা হেচরা করে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায় এবল দারালো অস্ত্র দিয়ে কোপ মারে। হামিদুর রহমান এর ছেলের বউ রুবাইয়া আক্তার (২৫) ও খাদেমুল এর স্ত্রী রিক্তা আক্তার (২০) মারপিট দেখে এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি মারপিটে আহত করা হয়। আহত ৪ জনই বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে হামিদুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS