শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে নিহত ২

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে নিহত ২

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরজুবলী ইউপির মুন্সি মার্কেট নামকস্থানে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে বাহার উদ্দিন ওরফে মাঝি (৬০) ও জামাল উদ্দিন (৪৫) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দোকানের সামনে বসে থাকা আরো দুই গ্রাহক গুরুত্বর আহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেটে ওই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত বাহার উদ্দিন মাঝি উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে এবং জামাল ঊদ্দিন চরকচ্ছপিয়া গ্রামের মোঃ দুলালের ছেলে।

স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানান,শীতের দিন হওয়ায় দোকানের বাহিরে কিছু লোক বসে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মহেন্দ্র নামের একটি ট্রাক্টর সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি উপজেলার বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সোনাপুর টু চেয়ারম্যান সড়ক সড়ক সংলগ্ন তৌহিদ স্টোরে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে থাকা কাস্টমার বাহার উদ্দিন মাঝি ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুত্বর আহত হয় উপজেলার চর আমানউল্যাহ গ্রামের জামাল উদ্দিন (৪৫)কে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এঘটন্য়া চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)আহত হয়েছে। এ সময় চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হেেয়ছে। ঘটনার পর ট্রাক্টরের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক্টরটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৭২ বার ভিউ হয়েছে
0Shares