বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মেয়াদ উত্তির্ন্ন ঔষধ ও খাদ্য বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীর ৩৫হাজার টাকা জরিমানা আদায়

মেয়াদ উত্তির্ন্ন ঔষধ ও খাদ্য বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীর ৩৫হাজার টাকা জরিমানা আদায়

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ;; নোয়াখালীর সেনবাগে পশু চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন মেয়াদ উত্তিন্ন ঔষধ ও খাদ্য সামগ্রী বিক্রি এবং লাইসেন্সে না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর নিকট থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় ও মেয়াদ উত্তির্ন ঔষধ পুড়িয়ে ধ্বংস করা হয়ছে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তাজমিন আলম তুলি সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জাহানার পোল্ট্রির মালিক আনিছুর রহমানের দশ হাজার টাকা ও তানিয়া এগ্রো ফিশারিজকে ২৫ হাজার টাকাসহ মোটা ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সেনবাগ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত নেবু লাল দত্ত ও সেনবাগ থানার একদল পুলিশ মোবাইল কোটকে সহযোগীতা করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাজমিন আলম তুলি মঙ্গলবার বিকেলে জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৬৬ বার ভিউ হয়েছে
0Shares