শনিবার- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কোম্পানীগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ছোট রাজাপুর গ্রামে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ মুত্তাকিন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ছোট রাজাপুর গ্রামের এ ঘটনা ঘটে। মারা যাওয়া মুত্তাকিন একই গ্রামের মিয়াজন মাঝি মাড়ির মোঃ আনোয়ার হোসেন মাসুদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুল হান্নান টিপু জানান, শিশুটি সকালে বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares