শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় জেডি এমবিয়ান ক্রিকেটে এসএসসি ১৮ ব্যাচ চ্যাম্পিয়ন 

জলঢাকায় জেডি এমবিয়ান ক্রিকেটে এসএসসি ১৮ ব্যাচ চ্যাম্পিয়ন 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জেডি এমবিয়ান ক্রিকেট মেনিয়া সিজন ১ টুর্নামেন্টে এসএসসি ব্যাচ ২০১৮ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় তারা ৪ উইকেটে ২০২২ ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা গালিব, সিনিয়র শিক্ষক নিরঞ্জন অধিকারী, মেয়র পুত্র নাসিব সাদিক হোসেন নোভা, বিশ্বজিৎ রায় বিশ্বাস ও শহিদুল ইসলাম প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নিশান। জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে টুর্নামেন্টে ৪ টি দল অংশগ্রহণ করে।
৩২ বার ভিউ হয়েছে
0Shares