বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালপুরে দুই ভেজাল গুড় ব্যবসায়ীকে জরিমানা

লালপুরে দুই ভেজাল গুড় ব্যবসায়ীকে জরিমানা

লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরে লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।
রোববার (২৫ আগষ্ট) উপজেলার বালিতিতা ইসলামপুর ও মোহরকয়া এলাকায় র‍্যাব-৫ এর সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এসময় সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায়  ভেজাল গুড় তৈরির অপরাধে প্রশাস‌নিক ব্যবস্থায় সাগর গুড় ভান্ডারকে ৫০ হাজার টাকা ও মহাসিন গুড় ভান্ডারকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তিনি আরো বলেন, এসময় লালপুর ও বাগাতিপাড়ায় মোট ৪ হাজার ৫০০ কেজি গুড়, ৭হাজার ৬০০ লিটার সিরাপ, ৭ কেজি হাইড্রোজ, ২০  কেজি ফিটকিরি, ৩০ কেজি চুন, ৩ লিটার টেক্সটাইল রং ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫ হাজার কেজি চিনি বাজারে বিক্রির নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS