শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বাগাতিপাড়ায় এমপি কালামের পদত্যাগের দাবিতে মানববন্ধন বিক্ষোভ- একইস্থানে পাল্টা কর্মসূচিতে উত্তেজনা

বাগাতিপাড়ায় এমপি কালামের পদত্যাগের দাবিতে মানববন্ধন বিক্ষোভ- একইস্থানে পাল্টা কর্মসূচিতে উত্তেজনা

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় প্রকাশ্যে দুর্নীতির ঘোষণা দেওয়া সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। এদিকে একইস্থানে এমপি সমর্থিত আওয়ামী লীগ নেতা কর্মীদের পাল্টা কর্মসূচিতে উত্তেজনা বিরাজ করছে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজার এলাকায়। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে সাবেক এমপি মো. শহিদুল ইসলাম বকুল সমর্থিত উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আর পশ্চিম পাশে অবস্থান নিয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ সমর্থকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১টায় মালঞ্চি রেল গেটের পূর্ব পাশে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সমর্থকরা বর্তমান সংসদ সদস্যের বিতর্কিত বক্তব্যের জন্য আবুল কালাম আজাদের সদস্যপদ বাতিলের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। সেখানে বকুল অনুসারী নেতা কর্মীরা বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদের দুর্নীতি করে নির্বাচনের ব্যয় ১ কোটি ২৬ লাখ টাকা তোলার বক্তব্যের প্রতিবাদে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি করেন। এ সময় তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
 অপরদিকে একই সময়ে রেলগেটের পশ্চিম পাশে বর্তমান সংসদ সদস্যের অনুসারীরা কর্মিসভার ব্যানারে দভায় দভায় মিছিল বের করে। মিছিলে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে নানামুখী স্লোগান দিতে থাকেন তারা। এ সময় মালঞ্চি রেলগেট এলাকায় উত্তেজনা তৈরি হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নান্নু খান বলেন, দুই পক্ষের কর্মসূচিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। যে কোন অপ্রীতিকর ঘটনার রুখতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা আশা করি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হবে।
১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS