শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মাদারীপুরে যুবলীগ নেতার চোঁখ উৎপাটন মামলার আসামী গ্রেফতার

মাদারীপুরে যুবলীগ নেতার চোঁখ উৎপাটন মামলার আসামী গ্রেফতার

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে যুবলীগ নেতার চোঁখ উৎপাটন মামলার প্রধান আসামী মো. সাহাদাত ফকির(৩২) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার কয়ারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিন রমজানপুর গ্রামের শাজাহান ফকিরের ছেলে।
মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাথে প্রায় আড়াই বছর পূর্বে কয়ারিয়া ইউনিয়নের ফুটবল খোলা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে খেলা চলাকালীন সময় সাহাবদ্দিন আকনের নেতৃত্বে সাহাদাত ফকির বেশ কিছু লোকজন নিয়ে সাহেবরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফেরদৌস আলম সরদারের ডান চোখ উপড়ে ফেলে। পরে এই ঘটনায় যুবলীগ নেতা ফেরদৌস আলম সরদারের পিতা মোহাম্মদ সরদার বাদী হয়ে গত ২০ সালের ৪ নভেম্বর সাহাবদ্দিন আকন ও সাহাদাত ফকিরসহ ১৩জনকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন।
পরে মামলাটি তদন্তের জন্য পিবিআইতে প্রেরন করা হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ শাখার এসআই হাসান শিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কয়ারিয়া ও রমজানপুর এলাকায় অভিযান চালায়। এসময় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে কয়ারিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে সাহাদাত ফকিরকে গ্রেফতার করেন।
যুবলীগের সভাপতি মো. ফেরদৌস আলম সরদার বলেন, সাহাবদ্দিন আকনের নেতৃত্বে আমার ডান চোঁখ উঠিয়ে নিয়ে গেছে সাহাদাত ফকির ও তার লোকজন। তাই আমার বাবা তাদের নামে মামলা করেছে। আমি তাদের ফাঁসি চাই।
পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ শাখার এসআই হাসান শিকদার বলেন, এজাহার ভূক্ত আসামী সাহাদাত ফকিরকে গ্রেফতার করা হয়েছে।
২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS