বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাটকা বিক্রির দায়ে শিবচরে দুই ব্যবসায়ীকে জরিমানা

জাটকা বিক্রির দায়ে শিবচরে দুই ব্যবসায়ীকে জরিমানা

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: জাটকা বিক্রির অপরাধে মাদারীপুরের শিবচরে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ত্রিশ কেজি জাটকা জব্দ করা হয়।
বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার শেখপুর হাটে অভিযান পরিচালনা করে প্রশাসন ও নৌ পুলিশের সদস্যরা।
জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য ২ মাস জাটকা ধরা নিষেধ রয়েছে। এসময়ে নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমান আদালত ও মৎস বিভাগ। বুধবার উপজেলার শেখপুর হাটে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযানকালে জাটকা বিক্রির সময় সাইদ সিপাই ও মিন্টু সিপাইকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বলেন,’জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত ৩০ কেজি জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।’
৫৮ বার ভিউ হয়েছে
0Shares