সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে ক্রিকেট প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট শুরু

পার্বতীপুরে ক্রিকেট প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট শুরু

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে উৎসব মুখর পরিবেশ শুরু হয়েছে ‘পার্বতীপুর ক্রিকেট প্রিমিয়ার লীগ’ (পিসিপিএল) টূর্নামেন্ট। পার্বতীপুর ক্রিকেটার্স একাডেমির আয়োজনে আজ শনিবার দুপুরে শহরের ঐতিহ্যবাহি জ্ঞানাঙ্কুর স্কুল মাঠে ট্রফি উন্মোচনের মাধ্যমে এ টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পার্বতীপুর পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন।

এছাড়াও বক্তব্য দেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, ল্যাম্ব ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক খ্রীষ্টান ভেষ্টাগ্য, পৌর আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন সমাজ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন ও পার্বতীপুর ক্রিকেটার্সের অধিনায়ক মোঃ রাসেল প্রমুখ।

উদ্বোধনী খেলায় পার্বতীপুর খেলা ঘর ৭ উইকেটে বীরমুক্তিযোদ্ধা জোবের আলীকে হারিয়ে শুভ সুচনা করে। প্রথমে ব্যাট করতে নেমে বীরমুক্তিযোদ্ধা জোবের আলী নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। পরে ১৬ ওভারের মধ্যে ১১ ওভারে ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৪৩ রান সংগ্রহ করে পার্বতীপুর খেলা ঘর। ২৪ বলে ২০ রান ও ২ উইকেট সংগ্রহ করে রহিত ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন পার্বতীপুর খেলা ঘর।

পার্বতীপুর ক্রিকেট প্রিমিয়াম লীগের পরিচালক আবু সাঈদ জানান, টূর্নামেন্টে স্থানীয় ১০টি দল অংশ নিয়েছে। প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা ও রানারআপ দলকে ৪০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হবে।

১১৩ বার ভিউ হয়েছে
0Shares