শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তেল মজুত রেখে বেশি দামে বিক্রির দায়ে পার্বতীপুরে ব্যবসায়ীকে জরিমানা

তেল মজুত রেখে বেশি দামে বিক্রির দায়ে পার্বতীপুরে ব্যবসায়ীকে জরিমানা

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : বোতলজাত তেল খালি করে ও পূর্বে উৎপাদনকৃত তেল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে পার্বতীপুর এক ব্যবসায়ীকে জরিমানা করেছে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ভোজ্যতেল মজুতবিরোধী অভিযান চালিয়ে পার্বতীপুর শহরের উত্তরা সিনেমা রোডে মেসার্স আব্দুল কুদ্দুস ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম। এসময় পার্বতীপুর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ছবি রানী দাসও পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ১২ কার্টুন ভোজ্যতেল সয়াবিন উদ্ধারসহ পূর্বের উৎপাদনকৃত তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১২ প্যাকেটে ২১৬ লিটার ভোজ্যতেল মজুত পাওয়া গেলে ক্রেতাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানাসহ পূর্বের উদ্ধারকৃত ভোজ্যতেল ক্রেতা সাধারণের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে দেয়া হয়।

৭৬ বার ভিউ হয়েছে
0Shares