শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগের ঘটানার প্রকৃত বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগের ঘটানার প্রকৃত বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগের ঘটনার প্রকৃত বিষয়ে তুলে ধরে সংবাদ সম্মেলন। গতকাল রবিবার দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির জাফরপুর গ্রামের মোঃ শরিফুল ইসলাম (বিপ্লব) ও তার পিতা সাদেকুল ইসলাম জাফরপুর (ঘুঘুজন) এলাকর আছোয়াদ আলী ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগ করার ঘটনার প্রকৃত বিষয় তুলে ধরে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। মোঃ শরিফুল ইসলাম (বিপ্লব) ও তার পিতা সাদেকুল ইসলাম বলেন, গত ২০/১২/২০২৩ইং তারিখে প্রতিপক্ষ জাফরপুর গ্রামের মৃত্যু আব্দুল গফুর সরকারের পুত্র মোঃ আছোয়াদ আলী তার ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগ করার বিষয়ে গত ২২/১২/২০২৩ইং তারিখে ফুলবাড়ী থানায় একটি একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আছোয়াদ আলী বলেন যে, আমার পিতা মোঃ সাদেকুল ইসলাম, আমি মোঃ শরিফুল ইসলাম (বিপ্লব), ছদপুর ইসলাম বাবুল, শফিকুল ইসলাম তার ভুট্টা ক্ষেতে আগাছা নাশক প্রয়োগ করে তার ক্ষেত নষ্ট করি, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমরা কেউ এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। আছোয়াদ আলী মোনগড়া ও ভিত্তিহীন অভিযোগ করেছে, যা মোটেও সত্যা নয়। প্রকৃত ঘটনা ঐ জমি যাহার দাগ নং-৪৯৬, পরিমান-৯৩শতক জমি সাদেকুল ইসলাম পিতা মজর উদ্দীন, সাং জাফরপুর নামে যাহার খারিজ কেস নং-১ঢ-১/২৭২৮/১৩-১৪ উক্ত খারিজটি ১২/০৬/২০১৪ইং তারিখে সহকারী কমিশনার ভূমি ফুলবাড়ী রাশেদ কামাল অনুমোদন প্রদান করেন। উক্ত জমি খারিজ হওয়ার পর খাজনা পরিশোধ পূর্বক মোঃ সাদেকুল ইসলাম ভোগদখল করিয়া আসিতেছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই জমি নিয়ে দিনাজপুর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ভাইলেশন মমলা দায়ের করা হয়। যাহার মামলা নং মূল মোকদ্দমা ৫৯/২০১৯অন্য। গত ১৭/০২/২০২০ইং তারিখে দিনাজপুর ফুলবাড়ী সহকারী জজ আদালত নালীশি সম্পত্তির অর্ন্তুবর্তী কালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। নিশেধাজ্ঞা প্রদান শর্তেও ঐ জমিতে আছোয়াদ আলী ভুট্টা চাষ করেন। গত ২০/১২/২০২৩ইং তারিখে তারা নিজেরাই ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগ করে আমাদের উপর মিথ্যা দোষা চাপিয়ে দিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ২২/১২/২০২৩ইং তারিখে সন্ধ্যায় সাদেকুল ইসলামের পুত্র প্রতিবন্ধী মোঃ শফিকুল ইসলামকে শওকত আলী, আছোয়াদ আলী, সাখাওয়াত হোসেন ও মোশারফ হোসেন মারপিট করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এই ঘটনায় মোঃ শরিফুল ইসলাম (বিপ্লব) ফুলবাড়ী থানায় বাদী হয়ে অভিযোগ করবেন বলেও জানান।

১২৭ বার ভিউ হয়েছে
0Shares