বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে রোকেয়া দিবস পালিত

দুর্গাপুরে রোকেয়া দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার নানা কর্মসুচীর মধ্যে এ দিবস পালিত হয়।

কর্মসুচীর মধ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে এক পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মধ্যে আলোচনা করেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর সহযোগি অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ওয়াই ডবিøউ সি এর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, প্রধান শিক্ষক বাসন্তি রানী সাহা, এসআই সৌরভ সাহা প্রমুখ। আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদানের জন্য ৫জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS