বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় ৭ দফা দাবি আদায়ে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান

কলমাকান্দায় ৭ দফা দাবি আদায়ে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:  নেত্রকোনার কলমাকান্দায় ১৫শ টাকা মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ ৭ দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার বিকেলে বাংলাদেশ কৃষক সমিতি কলমাকান্দা শাখার উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান, সাধারণ সম্পাদক রুপক তালুকদার, সাংগঠনিক সম্পাদক পরেশ সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কলমাকান্দা উপজেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুতদার ও উপজেলা যুব ইউনিয়নের সভাপতি শরিয়ত উল্লাহ প্রমুখ।
১৫শ টাকা মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা ছাড়া বাকি দাবি গুলো হলো, ফসলের লাভজনক দাম নিশ্চিত করা। অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু করা। সারের বর্ধিত দাম প্রত্যাহার, বীজ, কীটনাশক, সেচ ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমানো। সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার তৈরি। বিএডিসিকে সচল, পল্লীরেশণীং ও শস্য বীমা চালু করা। পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম ও হয়রানি এবং দুর্নীতি বন্ধ করা।
৫৩ বার ভিউ হয়েছে
0Shares