মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

সাঁথিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

জালাল্ উদ্দিন,সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার মুক্ত মঞ্চ স্বাধীনতা সোপান প্রাঙ্গনে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে ও শিক্ষক শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)রিফাতুল হক,সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সঞ্জীব কুমার গোস্বামী। শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বাচিক শিল্পী আব্দুল্লাহ আল মামুন।

১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS