মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগের ইয়াবাসহ মাদক কারবারি জুয়েল গ্রেফতার

সেনবাগের ইয়াবাসহ মাদক কারবারি জুয়েল গ্রেফতার

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ১১০পিজ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি জুয়েল(২৬)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জুয়েল উপজেলা ২নং কেশারপাড় ইউপির ৮নং ওয়ার্ডের দমদমা বাজার এলাকার হাকিম রুহুল আমিনের ছেলে। বুধবার দিবাগত গভীর রাতে সেনবাগ থানার এসআই বদরুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের কেশারপাড় ইউপির কানকিরহাট বাজার সংলগ্ন বীরকোট ব্রিজের ওপর মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থালে পৌছলে দুই মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় পুলিশ জুয়েলকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে তার নিকট থেকে ১১০ পিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তার সহযোগী অপর মাদক কারবারি বিকল পালিয়ে যায়।

মাদক উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এঘটনায় সেনবাগ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত জয়েলকে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

৯৫ বার ভিউ হয়েছে
0Shares