বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নানার বাড়িতে ভেড়াতে এসে সেনবাগে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানার বাড়িতে ভেড়াতে এসে সেনবাগে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী সেনবাগে ঢাকা থেকে ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (১৩) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত সাব্বির সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর প‚র্ব পাড়া গ্রামের চৌকিদার বাড়ির আব্দুল সাত্তারের ছেলে। শনিবার বিকেলে সহপাটিদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সাব্বির। দীর্ঘক্ষনেও তাকে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয়রা জানায়, উপজেলার ইদিলপুর প‚র্ব পাড়া গ্রামের চৌকিদার বাড়ির হানিফ মিয়ার মেয়ের জামানই আব্দুল সাত্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। ঈদুল আজাহার ছুটিতে ছেলেসহ পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে ভেড়াতে আসে সে। শুক্রবার বিকেলে বাড়ির অন্যান্য সহপাটিদের সঙ্গে সাব্বির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। সাব্বির সাতার জানতো না। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১১৫ বার ভিউ হয়েছে
0Shares