শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর মহানগরীর ধাপ হরিসভা মন্দির মার্কেটের ছাদ ঢালাই কাজ শুরু

রংপুর মহানগরীর ধাপ হরিসভা মন্দির মার্কেটের ছাদ ঢালাই কাজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ রংপুর মহানগরীর ধাপ লালকুঠি পিটিআই রোডস্থ ধাপ হরিসভা মন্দির মার্কেটের ছাদ ঢালাই কাজ শুরু করেছেন ধাপ হরিসভা মন্দির কমিটি।
গতকাল রোববার সকালে ধাপ হরিসভা মন্দির মার্কেটের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা এবং ধাপ হরিসভা মন্দির কমিটির সভাপতি রামজীবন কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর সভাপতি শ্রী হারাধন রায় হারা, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, ধাপ কটকি পাড়া জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন নওশা, সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান তরফদার রোজ, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর কোতয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক পীযুষ সরকার, ধাপ হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সিতু মোহন্ত, বিশ্বজিৎ দাস, প্রদীপ রায় ও উত্তম সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS