শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহার করায় যুবকের কারাদন্ড

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহার করায় যুবকের কারাদন্ড

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার ৮নং ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের সাথে দুর্ব্যবহার করার দায়ে ফারুক (৩২) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে চেয়ারম্যানের অফিস কক্ষে এ ঘটনাটি ঘটে।
সাজাপ্রাপ্ত ফারুক ৮নং ধাক্কামারা ইউনিয়নের ১নং ওয়াডের দোমনী সরকারপাড়া গ্রামের দুলু ইসলাম ছেলে।
জানা যায়, ফারুক দুপুরে ইউপি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে চেয়ারম্যানের সাথে টিসিবি পণ্যকে কেন্দ্র করে চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহার করে।
এসময় ইউপি চেয়ারম্যান দুলাল পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হককে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
এসময় পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক ভবেশ চন্দ্র পালসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলাম।

১৬৩ বার ভিউ হয়েছে
0Shares