নওগাঁর মহাদেবপুরে যুবলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেফতার


এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ (৪৫) কে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ।
বুধবার (০৯ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে মহাদেবপুরের কুঞ্জবন এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদুর রহমান মহাদেবপুর উপজেলা যুবলীগের সদস্য। তিনি উপজেলার খেজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ভোর রাতে বদলগাছী থানা ও মহাদেবপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাসুদুর রহমান মাসুদ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বদলগাছী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বদলগাছী থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গ্রেফতারের পর থানা হেফাজতে মাসুদ কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় বদলগাছী থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
১২ বার ভিউ হয়েছে