শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত

পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত

পঞ্চগড় : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী, কালোব্যাজ ধারণ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো: মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ ইঊসুফ আলী,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুনসহ মুক্তিযোদ্ধা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১০৭ বার ভিউ হয়েছে
0Shares