মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জের সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

বীরগঞ্জের সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ; মটর সাইকেল এবং ব্যাটারী চালিত অটো রিক্সার সংঘর্ষে দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ আব্দুল জলিল (৩৩)নামে একজন মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন শিক্ষক।

মোঃ আব্দুল জলিল উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের মোঃ আকবর আলীর ছেলে এবং কিসামত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের ধুলাউড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম জানান, নিজ বাড়ী হতে মটর সাইকেল নিয়ে ঝাড়বাড়ী বাজারে যাচ্ছিলেন মোঃ আব্দুল জলিল। পথে বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের ধুলাউড়ি নামকস্থানে একটি ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ পাওয়া যায়নি।

৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS