সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে পঞ্চগড়ে মানববন্ধন

মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় : মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের দাবিসহ ১৩ দফা দাবি আদায়ে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নামে একটি সংগঠন।
সোমবার দুপুরে পঞ্চগড় শহরের মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি ড. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলী, তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি সোলেমান আলী, দেবীগঞ্জ সভাপতি সাইফুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মাদরাসা শিক্ষার জন্য সরকারের প্রণীত ও জাতীয় সংসদে গৃহীত জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুযায়ী স্বতন্ত্র শিক্ষাক্রম,পাঠ্যসূচি,পাঠ্যবই,মাদরাসা শিক্ষাবোর্ড ও জামিয়াতুল মোদার্রেছীনের বিজ্ঞ ও বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে প্রণয়নের দাবীসহ ১৩ টি দাবি তুলে ধরেন।
মানববন্ধন কর্মসূচি শেষে ১৩ দফা দাবিতে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

৭৪ বার ভিউ হয়েছে
0Shares