মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আজমাইল নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের বোচাগছ গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শিশু আজমাইল বোচাগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, শিশুটির পরিবারের লোকেরা বাড়ি থেকে কিছুদূরে থাকা একটি পুকুরে মাছ ধরতে যায়। এদিকে পাশে থাকা আরেকটি পুকুরের পাশে শিশুটি খেলা করছিলো। খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায় সে। বেশ কিছুক্ষণ পর শিশুটির বাবা পুকুর থেকে উপরে উঠলে পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী শিশুর মৃত্যুর বিষয়টি সংবাদ প্রতিক্ষনকে নিশ্চিত করেন।

৯৭ বার ভিউ হয়েছে
0Shares