বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চেতনা বিকাশ মডেল স্কুল যেখানে সবার লেখা একই রকম

চেতনা বিকাশ মডেল স্কুল যেখানে সবার লেখা একই রকম

‘চেতনা বিকাশ মডেল স্কুল’ ব্যতিক্রমধর্মী এ শিক্ষা প্রতিষ্ঠানটির ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত ৪০০ শিক্ষার্থীর সবার হাতে লেখা একই রকম ঝকঝকে সুন্দর। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলেরঘাট বাজারে এ শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত। প্রত্যন্ত গ্রামাঞ্চলে হলেও পড়ালেখার মান শহরের অনেক নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানের মতই।

গত শনিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদি হাসান চেতনা বিকাশ মডেল স্কুলে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভূয়সী প্রশংসা করলেন। হাবড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ আনিসুজ্জামান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসেম, চেতনা বিকাশ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এনামুল হক, অভিভাবক সদস্য মতিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত সম্পূর্ণ বেসরকারি এ শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ১৯ জন শিক্ষক পাঠদান করেন। ২০১৮ সালে প্রথমবারে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৮ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পায়। এরমধ্যে ৩জন স্কলারশীপ। দ্বিতীয় বছর ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৭ শিক্ষার্থী অংশ নিয়ে ১৬ জন জিপিএ-৫ পায়। এরমধ্যে স্কলারশীপ পায় ৭ জন।

১৭৮ বার ভিউ হয়েছে
0Shares