শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-নছিমন মুখামুখি সংঘষে  নিহত -২ 

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-নছিমন মুখামুখি সংঘষে  নিহত -২ 

সিরাজগঞ্জ  প্রতিনিধি ;   সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-নছিমন মুখামুখি সংঘষে দুই জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।  রোববার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের মৃত সেরুখার ছেলে ঠান্ডু(৩০) ও একই এলাকার  মৃত আতাউর মন্ডলের ছেলে ছামাদ (৪০) প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস দবিরগঞ্জ বাজার এলাকায়  বিপরীত দিক থেকে আসা একটি  নছিমনকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এবং এঘটনায় আহত হন আরও ৬ জন।আহতদেরকে  উদ্ধার করে স্থানীয় সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।  হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতগামী একটি গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে। হতাহতদেরকে উদ্ধার করে হাসপাতালে  পাঠানো হয়েছে।
৯৫ বার ভিউ হয়েছে
0Shares