মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঘা উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বাঘা উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী (৫০ বছরপূর্তি) উপলক্ষে সমাবেশ সফল করতে বাঘা উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য রাখে রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।

বাঘা উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপনের সভাপতিত্বে ও সাধধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সদস্য জৌলুস মাহমুদ জেমস,ফরিদুল ইসলাম, আড়ানী পৌর যুবলীগ সভাপতি কামরুল হাসান জুয়েল, সাবেক বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন সুরুজ প্রমুখ।

আবু সালেহ বলেন, গৌরব ঐতিহ্য, ইতিহাস ও সংগ্রামে যুবলীগের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীতে যুবলীগের কথা বলতে এসেছি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কথা বলতে এসেছি।

আগামী ১১ নভেম্ব যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছরপূতি হবে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরায়াদী উদ্যানে যুবকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবসমাজের প্রতি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।

যুব মহাসমাবেশে সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সেই মহাসমাবেশ সফল করতে বাঘা উপজেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে প্র¯ুÍত হতে হবে। শৃঙ্খলার সঙ্গে যুবকদের বিশাল বহর নিয়ে যুব মহাসমাবেশে নিজেদের উপস্তিতি জানান দিতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তব্য ও দিকনির্দেশনা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। তিনি আরও বলেন, ১১ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দিকনির্শেনা নিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। আমরা রাজশাহী জেলা যুবলীগও উপজেলা এবং পৌর ও ওর্য়াড যুবলীগ নেতুত্বে বিএনপি-জামায়াতকে প্রতিহত করার প্রস্ততি নিতে হবে। বর্ধিত সভা শেষে যুব মহাসমাবেশ সফল করতে একটি মিছিলও করেন যুবলীগের নেতাকর্মীরা।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS