শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুর জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ৩

পার্বতীপুর জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ৩

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় উভয় পক্ষের তিন জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার হাবড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই চন্দ্রাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে হামিদুল ইসলামের (৪০) পরিবারের সাথে দীর্ঘ দিন যাবত একই এলাকার মৃত শাহাব উদ্দীনের ছেলে মাহাফিজুর প্রামানিকের (৪১) বাড়ির পাশের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরের পর হামিদুল ইসলাম ওই রাস্তার পাশে নিজ জমিতে গাছ লাগাতে যান। পরে মাহাফিজুর ও তার ভাই মানুর সাথে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে মাহাফিজুরের নেতৃত্বে তার ভাই মানুসহ ৫/৭ জনের একটি দল হামিদুলের পরিবারের ওপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মাথা ফেটে গেলে হামিদুল মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে, হামলাকারীরা হামিদুলকে বাড়িতে অবরুদ্ধ রেখে নিজেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে পুলিশ গিলে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই জাহিদ বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হামিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

১০১ বার ভিউ হয়েছে
0Shares