শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেটেলমেন্ট অফিসার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেটেলমেন্ট অফিসার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বিরলে জনসংগঠন ঐক্য পরিষদ ও আদিবাসী নারী ঐক্যজোট এর আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর সহযোগীতায় চলমান আরএস রেকর্ড/ভূমি জরিপে আদিবাসীদের সঠিকভাবে নাম সঠিকভাবে লিপিবদ্ধ করার দাবিতে সহকারী সেটেলমেন্ট অফিসার ও প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিরল প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার জাকির হুসেন পাঠান।

জনসংগঠন ঐক্যপরিষদের বিরল-বোচাগঞ্জ এর সভাপতি মানিক অধিকারী এর সভাপতিত্বে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর বিরল-বোচাগঞ্জ কার্যালয়ের আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল প্রেসক্লাবের সভাপতি এম এ কুদ্দস সরকার, সাবেক সভাপতি মোজাম্মেল হক শামু, তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী সদস্য সুবল চন্দ্র রায়, উপজেলা আদিবাসী সমবায় সমিতির সভাপতি হারুন এক্কা, সেটেলমেন্ট অফিসের খারিজ সহকারী কাম পেশকার ইসরাফিল আলম প্রমুখ।
কিনা কড়া, কৃষ্ণ কড়াসহ আদিবাসীরা মতবিনিময়কালে তাদের জমি-জমা সংক্রান্ত সেটেলমেন্ট অফিসের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ের সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি তাদের সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS